সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪

দৃষ্টি কাড়ে দর্শনার্থীদের সিংড়ায় তালগাছের চৌগ্রাম

Be the first to comment!

দৃষ্টি কাড়ে দর্শনার্থীদের সিংড়ায় তালগাছের চৌগ্রাম

দৃ নাটোর জেলার সিংড়া উপজেলার ইতিহাস সমৃদ্ধ একটি গ্রাম চৌগ্রাম। কালের আবর্তনে যখন তাল গাছ বিলুপ্তির পথে তখন গ্রামটি তালগাছের গ্রাম হিসাবে পরিচিত। নাটোর বগুড়া মহাসড়কের পাশে অবস্থিত গ্রামটির ব্যক্তি মালিকানা জায়গা ও খাস পুকুরের ধারে লাগানো একধারে সারি সারি তালগাছ দৃষ্টি কাড়ে দর্শনার্থীদের। বর্ষা ও শীত মৌসুমে এ গ্রামে জামাই ও আত্বীয়দের দাওয়াত করে রকমারী তালের পিঠা বানিয়ে খাওয়ানোর উৎসব পড়ে যায়।
জানা গেছে চৌগ্রামে রয়েছে প্রাচীন স্থাপত্য নিদর্শন রাজা রসিক রায়ের রাজবাড়ী। প্রায় ৩শ বছরের পুরনো এ জমিদার বাড়িটি ইতিহাসের স্বাক্ষী হিসাবে আজও দাড়িয়ে আছে। তাৎক্ষনিক রাজশাহী জেলার ৪৮টি পরগনার অন্যতম চৌগ্রাম পরগনার রসিক রায়ের পুত্র কৃষ্ণকান্ত এই জমিদার বাড়ি বিশাল এলাকা নিয়ে গড়ে তোলেন। আর তারই প্রচেষ্ঠায় ওই সময় আবর্জনা ও জঙ্গল সাফ করে তালগাছ রোপন করা হয়। এরপর স্থানীয় ভাবে জনবসতি গড়ে উঠার ফলে তালগাছের বিলুপ্তি ঘটেছে। কমেছে তালগাছের সংখ্যা তারপরেও সারি সারি তালগাছ এ গ্রামের পরিচিতি যেমন কেড়েছে তেমনি কেড়েছে সৌন্দর্য।
  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন